Logo

রাজনীতি    >>   শহিদ নাফিজের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

শহিদ নাফিজের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

শহিদ নাফিজের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দুপুরে মহাখালীর ওয়্যারলেস গেটে অবস্থিত শহিদ নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপির পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শহিদ নাফিজের পরিবারকে সমবেদনা জানিয়ে রিজভী বলেন, “শিশু-কিশোর কিংবা তরুণ—কেউই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের অত্যাচার থেকে রেহাই পায়নি। নাফিজরা আমাদের জন্য মুক্তির বাতাস বয়ে এনেছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “নাফিজের মতো সাহসী তরুণরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আমাদের জন্য প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। নাফিজ, মুগ্ধ, এবং আবু সাইদদের স্বপ্নের দেশ আমরা বাস্তবায়ন করব।”

অনুষ্ঠানে নাফিজের মা তার ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার ছেলে যেখানে শহিদ হয়েছে, সেই স্থানকে ‘নাফিজ চত্ত্বর’ হিসেবে ঘোষণা করতে হবে। এই হত্যার ন্যায়বিচার চাই। আমার ছেলের স্বপ্নের বাংলাদেশ যেন বাস্তবায়িত হয়।”

রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “একব্যক্তির শাসন জনগণের স্বপ্ন এবং সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানুষের গলা টিপে ধরে নিজেদের স্বার্থে দেশকে শাসন করছে।”

তিনি আশ্বাস দেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগকে সম্মান জানাতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দলের পক্ষ থেকে শহিদ নাফিজসহ অন্যান্য তরুণ শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শহিদ নাফিজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে বিএনপি তার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও শহিদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নেন।